- কন্টাক্ট লেন্স কি? Contact lense ki - এর ব্যবহার এবং সুবিধা ও অসুবিধা।
নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কন্টাক্ট লেন্সের ব্যাপারে ,কয়েক বছর আগেও এই কন্টাক্ট লেন্স ব্যাপার টা এতটা জনপ্রিয় ছিল না ,এবং বাজেট ফ্রেন্ডলী ও ছিল না ,
কিন্তু বর্তমান সময়ে মানুষের মধ্যে ফ্যাশন সেন্স বলুন বা স্টাইল সেন্স বলুন বেড়েছে।
লেন্সের ব্যাপারে সবাই কম বেশি অবগত হচ্ছেন এবং চাহিদাও বাড়ছে লেন্সের বা কন্টাক্ট লেন্সের|
লেন্স বা কন্টাক্ট লেন্স সমন্ধে তথ্য চাইলে আপনি বিভিন্ন ব্লগ বা ওয়েবসাইটে তা পেয়ে যাবেন ঠিকই কিন্তু কোনো ওয়েবসাইটেই আপনি ডিটেইল তথ্য পেতে সক্ষম হবেন না
তাই সকলের সুবিধার্থে লেন্স বা কন্টাক্ট লেন্স সমন্ধিত একটি বিশদ বিবরণ নিয়ে আমার আজকের ব্লগ|
◆আমরা আজকে জানবো :
১)লেন্স কি ?
২)কন্টাক্ট লেন্স ( Contact lense)কয় প্রকার ও কি কি ?
৩)কন্টাক্ট লেন্সের দাম
৪)কন্টাক্ট লেন্স ব্যাবহারে ঝুঁকি
৫)কন্টাক্ট লেন্স ব্যাবহারে সাবধানতা
◆১)কন্টাক্ট লেন্স কি :>
কন্টাক্ট লেন্স( Contact lense) হলো ডিস্পোসেবেল, সফট ,পাতলা পলিথিন এর মত ছোট গোলাকার বস্তুবিশেষ যা চোখের মনির উপর যথাযথ নিয়ম মেনে লাগাতে হয় ।
● বর্তমানে কন্টাক্ট লেন্স দুটি প্রধান কারণে ব্যবহৃত হয় , চোখের সমস্যার কারণে এবং চোখ টাকে আরো আকর্ষণীয় বানানোর জন্য অর্থাৎ ফ্যাশন এর জন্যে ।
২) Contact lense কয় প্রকার ও কি কি :
◆এই কন্টাক্ট লেন্স বা চোখের লেন্স সাধারণত তিন প্রকার ৷
ক)হার্ড কন্টাক্ট লেন্স
খ)জি পি কন্টাক্ট লেন্স
গ)সফট কন্টাক্ট লেন্স
৩)কন্টাক্ট লেন্সের দাম :
কন্টাক্ট লেন্সের( Contact lense) কার্যকারিতা ও গুনাগুন এর উপর নির্ভর করে লেন্স বিভিন্ন দামের হয় ,
শুধুমাত্র ফ্যাশন এর উদ্দেশে বা আই স্টাইলিং এর জন্যে যে লেন্স গুলি ব্যবহৃত হয় সেগুলো দুশো থেকে শুরু করে দুই তিন হাজার বা তার বেশি মূল্যে পাওয়া যায় ।
এবং মেডিকেটেড বা ডক্টর দ্বারা অনুমোদিত লেন্স ,যেগুলি বিশেষত দৃষ্টির সমস্যার জন্য ব্যবহৃত হয় সেগুলি হাজার বারসো থেকে শুরু করে সাত আট হাজার বা তার বেশি মূল্যে পাওয়া যায়।
৪)কন্টাক্ট লেন্স ব্যবহারের ঝুঁকি :-
বর্তমানে ফ্যাশন সমন্ধে সচেতন মানুষদের কাছে এই লেন্সের চাহিদা বেড়েছে ,এবং এর দাম ও যথেষ্ট পকেট ফ্রেন্ডলী হওয়ায় যথেচ্ছ ব্যাবহার ও বেড়েছে ।অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়েই এবং কন্টাক্ট লেন্স ব্যবহার এর নিয়মকানুন সঠিক ভাবে না জেনেই চোখের লেন্সের ব্যবহার শুরু করে দিচ্ছেন ফলে স্বাভাবিক ভাবেই নানান সমস্যার সমুখীন হচ্ছেন
কন্টাক্ট লেন্স বা চোখের লেন্স ব্যবহার এর সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কেরাটিটিস সংক্রমণ ।
৫)কন্টাক্ট লেন্স ( Contact lense)ব্যবহারে সাবধানতা :
কন্টাক্ট লেন্স ব্যবহারে সংক্রমণের ঝুঁকি এড়াতে কিছু সাবধানতা মেনে চলা আবশ্যিক ।
ক) লেন্স ব্যাবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
খ) অনলাইনে এ বর্তমানে কন্টাক্ট লেন্স প্রচুর পরিমানে বিক্রি হচ্ছে ,কিন্তু কমদামি ,লেন্স বা বিনা ডাক্তারের পরামর্শে কখনোই লেন্স ব্যাবহার করা উচিত নয় ।
গ) লেন্স পরে ফেসওয়াশ করা বা স্নান করা কখনোই উচিত নয় ।
ঘ) লেন্স পরার সময় এবং খোলার সময় নিশ্চিত হোন আপনার হাত টি পরিস্কার ,জীবাণুমুক্ত এবং শুকনো কিনা । লেন্স পরার পূর্বে এবং খোলার পূর্বে হ্যান্ডওয়াশ বা জীবাণুনাশক দিয়ে হাত ধুয়ে হাত টি শুকনো করে মুছে নিন।
ঙ) যে কোনো ধরনের আই মেকআপ করতে হলে তা লেন্স লাগানোর পূর্বেই সেরে ফেলা বাঞ্চনীয় , লেন্স লাগানোর পর কোনো চোখের মেকআপ করা উচিত নয়।
চ )সবসময় ঘুমানোর আগে লেন্স খুলে রাখা নিয়ম ।
ছ) লেন্স খুলে রাখার পর লেন্সের সাথে দেয়া সলিউশন এই ডুবিয়ে রাখা নিয়ম , জলে বা অন্য কোনো লিকুইড এ রাখা কখনোই উচিত নয়।
- আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে হেল্পফুল এবং ইনফরমেটিভ লেগেছে। ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনজনদের সাথে ,ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকুন ,ভালো রাখুন ,সঙ্গে থাকুন ।
2 comments
Click here for commentsNice
Replythank u
ReplyConversionConversion EmoticonEmoticon